বেঁচে আছি তাই ভিজি মেঘবৃষ্টি কুয়াশা রোদে,
বেঁচে আছি তাই গর্জে উঠি রাগগোস্বা ক্রোধে।
বেঁচে আছি তাই কাতর হই ক্রন্দন রোদনে,
বেঁচে আছি তাই বাঁধাপড়ি প্রেমপ্রীতি বন্ধনে।
বেঁচে আছি তাই একাকী হলে ভয়ভীতি লাগে
বেঁচে আছি তাই পেছনেপড়ি দৌড়েযাই আগে।
বেঁচে আছি তাই বাজিধরি খেলাধুলা করি
বেঁচে আছি তাই জিতেযাই,কখনোবা হারি।
বেঁচে আছি তাই কত তন্ত্রমন্ত্র যাদুটোনা
বেঁচে আছি তাই চাষাবাদ ফসলবোনা।
বেঁচে আছি তাই কত গবেষণা পড়াশোনা,
বেঁচে আছি তাই করি এবাদত উপাসনা
বেঁচে আছি তাই কত বিশ্বাস অবিশ্বাস
বেঁচে আছি তাই নেই বুকভরা নিঃশ্বাস।