এসো ভালোবাসি-এসো ভুলে যাই বিরোধ
এসো ভালোবাসি-এসো জাগ্রত করি ভ্রাতৃত্ববোধ।
এসো ভালোবাসি-এসো এক থালে বসে খাই ভাত
এসো ভালোবাসি-এসো একসাথে মেলাই হাত।
এসো ভালোবাসি-এসো নেই একে অন্যের খোঁজ
এসো ভালোবাসি-এসো একে অন্যের মুখ দেখি রোজ।
এসো ভালোবাসি-এসো ভুলে যাই পুরানো শোক দুখ,
এসো ভালোবাসি-এসো অনুভব করি ভালোবাসার স্বান্তনা সুখ।
এসো ভালোবাসি-এসো করি পরোপকার
এসো ভালোবাসি-এসো ভালোকে দেই পুরস্কার।
এসো ভালোবাসি-এসো মন্দকে করি পরিহার।
এসো ভালোবাসি-এসো ছেড়ে দেই পরের নিন্দা মন্দ
এসো ভালোবাসি-এসো একে অপরকে দেই আনন্দ।
এসো ভালোবাসি-এসো ত্যাগ করি কোন্দল লাঠালাঠি
এসো ভালোবাসি-এসো শান্ত হই রাগ গোস্বা করে মাটি।
এসো ভালোবাসি-এসো প্রমাণ করি ভালোবাসা খাঁটি।