আমি তাঁর লাগিয়া কাঁদি
যে জন আমায় কাঁদায়।
জানিনা সে থাকে কত দুর
আমার কান্না বুঝি শুনেনা নিঁঠুর?
নয়নপাতে ঘুম আসেনা
রাত কাটে জাগিয়া।
তাঁর আসার পন্থ চেয়ে
আমার ব্যাকুল থাকে হিয়া।
সকালবেলায় ফুল তুলিয়া
মালা গাঁথি তার লাগিয়া।
মনে আশা দিনের শেষে
যদি সে মোর ঘরে আসে।
মালাখানি পরাইয়া
চরনদুটি জড়াইয়া
কাঁকুতি মিনতি করি
বলিব তাহারে।
আমায় যেনো রাখে বেঁধে
তাহার বাহুডোরে।
দিনমান অপেক্ষা শেষে
চেয়ে দেখি আসেনি সে।
মালাখানি শুকিয়ে যায় হাতে
অভিমানের মেঘ জমে
মনের গগনেতে।
অবশেষে রবি অস্ত যায়
জ্বলে সাঁঝের তারা।
আঁধার ঘনায় গণ্ড বেয়ে
নামে অশ্রুধারা।