এতকাল পরেও যদি মতামত জানাতে হবে
এত ভালোবাসা-বাসি,এত ভাব বিনিময়ে
আমায় চিনলে কতটুকু তবে?
যে দিকে গেছে তোমার পথ সে দিকেই আমি চালাই রথ,
ভুলেও কখনো করিনি অমত তোমার কোন মতে।
ভোজনে পূজনে শয়নে স্বপনে,সাধন শুধনে তপস্যা তর্পনে,ভাটায় উজানে তন্দ্রা জাগরনে,দিবস নিশীথে, বসন্তে শীতে,কান্না হাসিতে উঠিতে বসিতে।
ঘরে বাহিরে আলো আঁধারে,হাটেঘাটে তেপান্তর মাঠে,শহরে বন্দরে সাগর দ্বীপান্তরে,নৃত্যগীতে তবলা বাঁশীতে,নাটক থিয়েটারে হারমনি গীটারে,গল্প কবিতা বাউলা গানের আসরে।
নিরালা নির্জনে মঞ্চের ভাষনে,তোমাকে রেখেছি সাথে,
সকল হাতের বাঁধন ছিঁড়ে ধরেছি তোমার হাতে।
জানিনা তোমার হাত ধরে হলাম
নামি কি বদনামী?
তোমার ছিলাম তোমারই আছি
তোমারই রব আমি।
তারিখঃ ২৬ জুন ২০২০ ইং