আমি পুরুষ দিওনা দোষ
আমাকে তুমি নারী
আমাকে ছাড়া অপুর্ণ
রবে সংসার দুনিয়াদারী।

বাঁশ থেকে বংশী হয়
বাঁশীটি হইলো‌ নারী
বংশীওয়ালা পুরুষ ছাড়া
কে বাজায় বাশরী?

আমি পুরুষ আদি মানব
সৃষ্টি আমার আগে,
নারী জাতির সৃষ্টি আমার
বাম পাঁজরের ভাগে।

নারীর গর্ভ ছাড়াই
প্রথম পুরুষের উৎপত্তি
পুরুষ থেকেই নারী পয়দা
মিথ্যে নয় একরত্তি।

নারী আমার দেহের অংশ
বংশও হয় বটে।
আদি শিক্ষাদীক্ষাও নারীর
আমার নিকটে।

জামালপুর
লিখার তারিখঃ ২৫/০৭/২০২০ ইং শনিবার।
উৎসর্গঃ কবি চন্দনা অধিকারী।
বর্ধমান,পশ্চিমবঙ্গ ভারত।