প্রেম এক দুরারোগ্য ব্যাধি
তুমি সেই মহাব্যাধির একমাত্র ঔষধি।
আমি তাই চাই তোমাকে-সুখে দুঃখে দুর্বিপাকে।

ছায়ার মতো থাকো আমার পাশে।
মেঘের মত রয়েছো দুরে অনন্ত আকাশে
বৃষ্টি হয়ে এসো নেমে-সঁপেছি মন তোমার প্রেমে।

আমার সকল কাজের মাঝে
তোমার প্রেমের বাঁশী বাঁজে।
আমার যতো কবিতা ও গান
সকল কিছুর উৎস তুমি-তুমিই তাহার প্রাণ।