জীবনে আমার কত জপতপ তপস্যা ও সাধনা করবার কথা ছিলো,
জীবনে আমার কত স্বাদ আহ্লাদ,আয় অর্জন,ত্যাগ বর্জন করবার কথা ছিলো,
জীবনে আমার কতকিছু পড়বার লিখবার,শিখবার কথা ছিলো।
জীবনে আমার কতকিছু করবার, লেনদেন দরবার,মীমাংসা আপোষের কথা ছিলো,

জীবনে আমার কত সমাজসেবা পরোপকার করবার কথা ছিলো,
জীবনে আমার মজলুমের পক্ষে জুলুমের বিপক্ষে লড়াই করবার কথা ছিলো,
জীবনে আমার কত গ্রামেগঞ্জে শহরে নগরে,জনবস্তিতে মানুষের সাথে মিলবার কথা ছিলো।
জীবনে আমার কত পথ মাড়িয়ে সত্যমত প্রতিষ্ঠা ও ভ্রান্তমত বাতিলের চেষ্টা করবার কথা ছিলো,

জীবনে আমার কত আলোচনা সমালোচনা ভাষণ বক্তৃতা দেবার কথা ছিলো,
জীবনে আমার কত কিছু হইবার কইবার কতখানে উঠবার বসবার কথা ছিলো,
জীবনে আমার কতকিছু পাইবার কতখানে যাইবার কথা ছিলো,
জীবনে আমার কত নাও বাইবার কতগান গাইবার,কত সানাই বাঁশি বাজাইবার কথা ছিলো।

জীবনে আমার কত নদী হাওর সমুদ্রের ওপারে যাইবার কথা ছিলো,
জীবনে আমার কত বনে জঙ্গলে পাহাড় পর্বতে,তরুছায় মরুতে,মাঠে সমান্তরালে ভ্রমনের কথা ছিলো,
জীবনে আমার কতকিছু নেবার কতকিছু দেবার কথা ছিলো,শেষমেষ-
জীবনে আমার হলোনা কিছুই,আমি হলাম না কিছুই,
জীবনকে আমি নাবালকের মতো লাঠি লজেন্স ভেবে চুষে খেয়েছি।

জামালপুর।
তাং ২২/০৭/২০২০ ইং মঙ্গলবার সকালবেলা।