আলো নেই আশা নেই ভালো নেই ভালোবাসা ও নেই
সম্প্রীতি সদ্ভাব সদালাপ তিরোহিত, কেবল ঘন আঁধার
নিরাশার ঘন কুয়াশা হিংসার চোরাবালিতে বিদ্ধ আপাদমস্তক।
ভদ্রোচিত ভাষা নেই কেবল খিস্তি খেউর
অপ্রিয় বেসুরো উচ্চারনে কানতালি লাগার যোগার।
ফুলের সুবাস নেই আতরের সুগন্ধ নেই
কেবল বারুদের গন্ধ,মাতাল মুখে মহুয়া মদের গন্ধ।
সুসম্পর্ক সহানুভূতি সদাচরণ দয়া মায়া সহনশীলতা
সাম্প্রদায়িক সম্প্রীতি আজ নির্বাসনে,
অসহিষ্ণু দাঙ্গা হাঙ্গামা আজ
নিত্য আর প্রাত্যহিক কর্মকাণ্ড হয়েছে মানব সমাজের।
কে কার মাথায় কাঁঠাল ভেঙে খাবে?
কে কার সর্বনাশের হদ্দ করে ছাড়বে
তারই অসুস্থ প্রতিযোগিতা চলছে হরদম।
নীতিহীন রাজনীতিতে এক দল
অপর দলের নিন্দা আর কুৎসা রটনায় তৎপর।
পরিত্রাণ চাই এই দুর্দশা আর দুর্গতি থেকে, আসুন একটু
শান্ত মস্তকে হিসাব মিলাই,
আমরা কোথায় কোন রসাতলে যাত্রা করছি মহা সমারোহে!