যুগের হাওয়া ভারী চুপচাপ থাকার অলিখিত আইন হলো জারি!
ঘরে চুপ বাইরে চুপ মারি মহামারীতে চুপ মারামারিতেও চুপ
চাপে চুপ তাপে চুপ মারলে চুপ মরলে চুপ ধরলে চুপ ছাড়লেও চুপ।
উঠলে চুপ ছুটলে চুপ ঘটলে চুপ রটলে চুপ বইলে চুপ শুইলেও চুপ।
আইলে চুপ গেলে চুপ লাগলে চুপ ভাগলে চুপ রাগলে চুপ লাগলেও চুপ
হাসলে চুপ কাশলে চুপ খাইলে চুপ নাইলে চুপ ঘাটে চুপ মাঠেও চুপ
শান্তিতে চুপ অশান্তিতে চুপ পারলে চুপ না পারলেও চুপ।
দ্রব্যমুল্য বৃদ্ধি বানিজ্যে সিদ্ধি, কিনতে পারলে চুপ,
না কিনতে পারলে কোন দাম দর নেই একদম চুপ!