শিশুচাঁদের মুখে আজ হাসি উঠেছে উদ্ভাসি নীল আসমানে জ্বলেছে সাম্যের লণ্ঠন,
মানবজমিনে পড়েছে সেই স্বর্গীয় আলো, যাকাত ফিতরা দিয়ে তাই করতে হবে আনন্দের সুষম বন্টন।
মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই ধনীগরীব আমীর ওমরাহ সকলে সমান।
ঈদগাহের জায়নামাযে কাঁধেকাঁধ মিলিয়ে
সকলকে এক কাতারে হতে হবে দণ্ডায়মান।
পরস্পর কোলাকুলি করতে হবে
গুরুজনের পাছুঁয়ে নিতে হবে পদধুলি আশিষ,
শিশুদের খুশী কিনতে,দিতে হবে সেলামী বকশিস।
খুশীতে ভাঙাতে হবে সকল মানুষের নিদ,
শূন্যলোকে নয় নীল আসমানে নয় চাঁদের মুখেও নয়।
মাটির বুকে মানবলোকে আজ পবিত্র ঈদ।