জীবনে যা ভুল করেছি
ভুলগুলি তো ভুলই ছিল।
ভট বাবুদের বাড়ি যাওয়া
মাঝে মধ্যে খাওয়া দাওয়া
ইন্দুভট কে দেখতে চাওয়া
কমবেশি তো ভুলই ছিল।
ভুল করেছি জীবনভরা
ছিলনা তার বাঁধা ধরা
পরের আম চুরি করা
বঁড়শি পেতে মাছ ধরা
শেষে ইন্দুর প্রেমে পড়া।
সত্যি ভীষন ভুল ছিল
এ ভুলগুলি মন্দনয়
মধুর বলেই মনে হয়।