যন্ত্র দানবের যন্ত্রনা ছিলনা
বর্জ্য নিঃসরন হইয়া কলের
দুষন ঘটিতনা নদীর জলের।
বুক ভরে নেয়া যেত নির্মল নিঃশ্বাস
পরিবেশ মাঝে ছিল স্বাস্থকর বাতাস।
চরনে শোভা পেত কাঠের খড়ম,
হিংসা বিদ্বেষ ছিলনা তেমন,সে
যুগের মানুষের স্বভাব ছিল নরম সরম।
কলি যুগের মত নাটক সিনেমা ছিলনা তত,গানবাদ্য সংস্কৃতি চর্চা যা কিছু
হত,বজায় রাখিত সবে লজ্জা শরম।
কাষ্ঠের ঘানি ভাঙ্গা সরিষার তেলে
ব্যাঞ্জন ভোঁনা হত হাঁড়ি আর পাঁতিলে,
কুলবধু ধান বাঁনিতেন ঢেঁকিতে পা দোলাইয়া,
চালের গুরি কুঁঠিতেন গাইঁল সিঁয়া দিয়া।
মসলা বাঁটা হত পাঁটা আর পুঁতায়।
গৃহকোন ভরা ছিল মায়া মমতায়।