বিলেত প্রবাসে থাকো তুমি
মাঝে মাঝে দেখতে আসো নিজ জন্মভূমি।
তুমি দেশে এলে,তোমাকে দেখতে
কত লোক আসে যায় রোজ,
বৈঠকখানায় বসে, তুমি নিতে থাকো-
তাঁহাদের সকলের-সুখ দুঃখের খোঁজ।
কারো অসুখ,বিসুখ,কারো কন্যাদায় কারো চালে নাই ছানি,
মেঘবৃষ্টি দিলে-ঘরে ঝরে পরে পানি,
আরো কত অভাব অনটন মনোযোগ দিয়ে তুমি শুন-এইসব দুঃখের কাহিনী।
দরিদ্রের সখা তুমি "আবুবকর খান"
অভাবী'র দুঃখে তোমার-বিচলিত প্রান।
আমরা ভেলকি দেখি, লোকগুলো দুঃখীভাবে আসে,সুখীভাবে ফিরে যায়,
শুনে তোমার মুখের বাণী।
অভাবী মানুষগুলো তোমার সহায়তা পায়,
তাই তাঁরা হাজির হয়-তুমি এলে তোমার সভায়।
তুমি দেশে এলে উঠান বৈঠকখানা,লোকারণ্য হয়ে যায়, মাঝখানে তুমি তার হও মধ্যমণি,
তোমার জনসভায় কোন ভেদাভেদ নেই,কে গরীব কে ধনী।
তোমার কাছে সকলে সমান
সবাইকে এক চোখে দেখ,সকলেই পায় সমান সম্মান।
তুমি এলে তাই শীতেও বসন্তবায়ু বয়
তুমি চলে গেলে ভরা ঘরও শুন্য মনে হয়।
*সংক্ষিপ্ত পরিচিতিঃ
মোঃ আবুবকর খান (খসরু)
পিতাঃমরহুম আব্দুস শহিদ খান
গ্রামঃজামালপু্র (খান বাড়ি)
ডাকঃদাওরাই বাজার।
থানাঃজগন্নাথপুর
জেলাঃসুনামগঞ্জ।
*বিশিষ্ট সমাজসেবী ও যুক্তরাজ্যপ্রবাসী।