আয়রে তোরা দেখিয়া যা,
তপ্ত অগ্নিতে দগ্ধ হয়ে সর্বাঙ্গে ঘাঁ।
অত্যাচারীর অত্যাচারে কন্ঠে জাগে হুঙ্কার।
বিভিশিকাময় ওদের চোখে ধ্ববংসের অহংকার।
দেব-দেবতার চক্ষু আজ বন্ধ!
মানবরূপী সত্য মানবের নেই তো আজ গন্ধ।
ওরে ও মানবজাতি চক্ষুছানি দূর কর,
মানবতার সন্ধান কর।
সত্য বচন আকড়ে ধর,
অমূলক বচন রূদ্ধ কর।
সত্য ন্যায়ের দামাল ছেলেরা,
আজ তবে কোথায় রে?
রবিকোণে শান্তির হাসি আর তো দেখা যায় না রে।
সত্যের উন্মোচনে কর রে তোরা লড়াই,
মুখোশধারীর মুখোশ এঁটে দেখাস না আর বড়াই।