হে মানব-মানবী তোমাদের আর কি প্রয়োজন?
কত-সহস্র তো জয় করেছো,
প্রকৃতির সৌন্দর্য বিসর্জন দিয়ে কৃত্রিমতাকে আপনমনে বেঁধেছ।
প্রশান্তি পেয়েছো কি তবে?
কত রং-ঢং, কত কলাকৌশল, কতই বা অভিলাষ
সবকিছুই তো পূরণ করলে বটে।
তবুও কি এ বেলায় তৃপ্তি হলো না তোমাদের?
আকাশ-জমিন এক করেছো বিজ্ঞানের প্রভাবে,
প্রকৃতির উপমা খু্ঁজেছো গাছে গাছে লাল,নীল,সবুজ বাতি জ্বলে,
স্রষ্টার দেয়া রুপকে করেছো উপেক্ষা
দামি দামি প্রসাধনীর করেছো সর্বদা অপেক্ষা।
তবুও কি প্রশান্তি পাও নি এই ধরাকুলে?
ফুলের প্রকৃত সুবাস খুঁজেছো পারফিউমে,
যুক্তিহীন কথার উক্তি করে নিজেকে ভেবেছো সেরা,
অথচ যারা জ্ঞানী-গুনী তাদের করে যাচ্ছো অবহেলা।
আর কি প্রয়োজন তোমাদের এই ভূবন মাঝে?
কত কিছুই তো জয় করলে!
তবে ভেবে দেখো-মনজঙ্গল জয় করতে পারলে কি?