সমগ্র ত্রিদিব শর্বর পর্জন্যে আবৃত,
এই বুঝি অঝোরে নামল বাদল।
নির্ঝরনী আর নাহি রয় নীরব।
কল্লোল তুলিল বুঝি তটপথে।
পল্লী রমা নামিছে কুঠুরি ছেড়ে।
  দু'চরণে তাহার নুপুর ধ্বনি বাজিতেছে ঝুমুর ঝুমুর।
মোর কর্ণরন্ধ্রে আসিতেছে সেই মধুর সুর।
শন শন প্রভঞ্জনে মোর কোঠার দরজা যায় খুলে।
  আয়রে আয় পল্লী রমা ক্ষুদ্র ক্ষুদ্র কদমে,
সর্বাঙ্গে তোর চিকুর ঝলক মাখিয়া চলে আয় মোর দ্বারে।
আসিয়া মোর শিয়রপানে বসিয়া শান্ত কর মোরে।
মোর নয়নযুগল সদা খুজিঁতেছে তোরে।