অভ্যাগত কেউ একজন এসেছে,
আমি তার গা স্বচক্ষে দেখি নি।
শুধু তার মায়াবী লোচনদ্বয় দেখেছি,
দেখেছি তার লোচনে  কাঁজল ভেঁজা কয়েকফোটা বারি!
আমি আঁধারে আঁধার খুঁজি,
আমার অস্হির চেতনা আমাকে সর্ব নিশীথ ভাবায়।
টানটান হয়ে যায় আমার হৃদ কষ্টের স্বপ্ন,
তবুও আমি তার দিকে অবাক দৃষ্টিপাতে তাকাই।
সে কথা বলে না,নির্মলভাবে শুধু চোখে চোখ মিলিয়ে মায়ার জাল বুনে যায়!