উষ্কখুষ্ক মস্তিষ্ক কবিকে ভাবাচ্ছে,
মৃ্ত্যু কবির থেকে খানিকটা দূরে।
জানালার পাশে নিদ্রালু চোখে দাড়িয়ে,
শর্বরীকে সাক্ষী রেখে ভাবে কবি আনমনে।
ক্ষনে ক্ষনে মৃ্ত্যু আসছে কবির সন্নিকটে।
দূরের শির উঁচু শৈল,
অশ্রুসিক্ত হবে কি কবির মৃত্যুতে?
প্রভঞ্জনে শুনেছে কবি মৃত্যুর সুর,
ভোরের শিশির কনায় মিশে আছে কবির চিন্তা।
বিটপীর ফাঁকে নিরখা হবে কি আর সবিতা?
অর্ণব উর্মিমালার নোনা জলে,
মিশে আছে কবির কান্না।
একলা প্রবাহিণী তীরে হাঁটছে কবি ধীরুপায়ে,
মৃত্যু হবে কি তব সুখের?
শব্দ নেই কলমের ডগায় কবির শব্দ নেই,
সাদা কাগজে লেখা কোনো কবিতা নেই।
ভূবনের বাঁধন ছিড়ে পাড়ি দিবে কবি অন্ততলে।
মৃত্যু কবিকে ডাকছে বারংবারে।