ক'ফোটা কেঁদেছ তুমি?
চোখের জলে নদী ভিজেছি কি কভু?
কতটা রাত গগনকোণে চোখ মিলিয়েছি,
কতটা রাত নিস্তব্ধ কবিতার অক্ষরে চোখের জল মিশিয়েছি!
কতটা রাত নিস্তব্ধ নগরী ভেঁদে খুঁজেছি তোমায়।
ক্লান্ত হয়ে নিজেই আবার নিলাম ডেকেছি নিজের!
বীণার তারে তারে,গানের সুরে সুরে,
কবিতার ভাঁজে ভাঁজে রেখেছি ঐ তোমাকে।
তুমি খুঁজেছিলে কি ঝর্ণার স্রোত?
খুঁজেছিলে কি লাবন্যময় সুখ ও পুষ্পকলি?
এই তো আমি,কেবল কেঁদেছি নদীর সাথে।
চোখের জল মিশিয়েছি নদীর জলে।