কেউ কি ভালো থাকে?
মূলত ভালো রাখার জন্য ভালো থাকে!
ভালো থাকতে হয়।
বাঁচার জন্য,বাঁচিয়ে রাখার জন্য ও ভালো রাখার জন্য
ভালো থাকতে হয়।
এই যান্ত্রিক শহর,পোড়া পেট্রোলের গন্ধ
কৃত্রিমতার চাপে মানুষ প্রকৃতির ছোঁয়া থেকে হারিয়ে যায়!
বৃক্ষে বৃক্ষে লাল,নীল ও সবুজ বাতি জ্বেলে
প্রকৃতির সুখ খুঁজে বেড়ায়।
হায়রে মূর্খ সভ্যতা!
এই হতদরিদ্র শহরে কোথাও এক চিলতে খোলা গগন নেই,
কোথাও সবুজের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে
দুঃখ ভোলার স্হল নেই!
আধুনিক জ্বরে আমার হৃদয় পুড়ে খানখান!
তপ্ত রোদে পুড়ে পুড়ে আমার ঘর্মান্ত দেহে দুযতি জ্বলে।
এ কেবল দুঃখ নয় বরং বেদনাদায়ক সুখের যন্ত্রণা!
কাঁধে দায়িত্বের ভার নিয়ে ছুটে চলি,
সময় বিক্রির তাগিদে।
ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে দুঃখকে যাঁচি তবুও তো বাঁচি!
আমি মূলত ভালো রাখি,ভালো রাখার জন্য ভালো থাকি।
রচনাকাল -২০ শ্রাবণ ১৪২৯