(শেক্সপিয়ারীয়,অন্ত্যমিল, কখকখ:গঘগঘ:ঙচঙচ:ছছ)
সখী ভালোবাসায় মোরে নাহি বাঁধিলে,
তব স্বপ্নবৎ শতরঞ্জি সাজিলেম কোন আশ্বাসে?
ক্লেশচিত্তে এ কথা ভাবি আমি বিরলে!
বক্ষতলে এঁটেছিলেম শত হর্ষ,স্মৃতিপটে তাহা ভাসে!
দিবস-রজনী কাটিলেম,অস্হিরতা হৃদ-গহনে চেপে
কভু ভাবিনি,চলে যাবে লক্ষ-কোটি ক্রোশ দূরে!
কথনে ভালোবাসা কি দিয়েছিলে তব মেপে?
অবিরাম চলিলেম আমি,ডাকে নি কেউ মোরে!
ভাবনার করতে করতে দুলিছে, তোমার কথন
যে অমীয় সুধা রটেছিলে তুমি মুখে।
সে অমীয় সুধায় ছিলো কি তব ছলন?
সাধিতে পারি নি কভু, জীবন কাটিলেম দুঃখে!
প্রান্তকালে এসে, ঢের বুঝিলেম তব আমি
আত্মজীবন নিজের কাছে বড্ডই দামি!