আমাকে তোমায় দিলাম,খুব শখ করে দিলাম।
সযত্নে পুষ্পভেবে জড়িয়ে রেখ তোমার করণে।
বিস্তর অবজ্ঞা,অবহেলা আমাকে ঘ্রাস করেছিল,
শিশিরসিক্ত কোন প্রভাতে কারো সাথে হাঁটা হয়নি আমার!
দু'চারখানা শান্তনাময় কথ্য ব্যক্ত করে নি কেউ!
আমাকে তোমায় দিলাম,খুব সাহস করে দিলাম।
শূন্যতা,অপূর্ণতা,একাকীত্বতা আমায় সঙ্গ দেয়।
গোধূলির আভায় এই ক্লান্ত-শ্রান্ত আমাকে,
আশ্বাসে পরিপূর্ণ করার প্রয়াসটুকুও কেউ দেখায় নি।
আমাকে তোমায় দিলাম,খুব আশ্বাস নিয়ে দিলাম।
রজনীর সর্ব আধার যেন ধেঁয়ে আসে আমার পানে,
চাঁদনীমাখা রজনীতে গল্পের আলতো আসর মিলাতে পাশে বসে নি কেউ।
বিশ্বাসের দরজায় খিল মেরে পালিয়েছে সবাই।
আমাকে তোমায় দিলাম,খুব বিশ্বাস করে দিলাম।