অতিশয় মূর্খ মনুষ্যদল, চপল চিত্তে
পন্থ ভুলে চললে কোন সুদূরে?
এই ভূতলে নেত্র ফুঁড়ে দেখিলে না মোরে,
কলেবর মোর শুকিয়ে গেলে,
ঠাঁই তবে কেন হয় তোমাদের পদতলে?