বাতাসে ভাসছে বোবা লাশের গন্ধ,
সেই ঘ্রাণ নাকে মুখে গুঁজে
চলেছে প্রাতঃভ্রমনকারী দল।
কত সহজে সেসব গন্ধ শুঁকে নিচ্ছি প্রতিদিন,
একটা একটা করে নিভে যাচ্ছে
মেঠো জোনাকির আলো।
খড়িপাতার বনের পাশের আল থেকে
হাজার মাইল পথ পেরিয়ে হাঁটছি -
বুড়ো পৃথিবীর চূড়ো ছুঁতে।
ফুটপাতের জ্যামিতিক মাটি ঘিরে
চুক্তিহীন ঠিকেগোঁজা কুস্তির লড়াই।
চারফুট উঠানে গোলাপি সন্ধ্যামণি ফোটে
গোধূলি গায়ে জড়িয়ে,
তখনও বোবা লাশ একা পড়ে থেকে
বেওয়ারিশ জমিন সামলায়।
22/06/2016