কাগজের ভাঁজে পড়ে থেকে
সবকটা আর্তিও বোবা হয়ে যায়!
গায়ের কালশিটে দাগও
নীল হয়ে চাপা পড়ে যায় প্রতিটা অক্ষরে,
বিরোধী পক্ষ-স্বপক্ষের বার্তালাপে
ঢাকা পড়ে যায় গাঢ় ক্ষতের চিহ্ন।

না, আজ আর মনগড়া অবয়ব হয়নি কোথাও,
ভাঙা আবক্ষে জড়িয়ে নেই
কোন রঙিন স্বপ্নিল ঘোর।

এখনও মৃত্যুলোকের দরজার কাছে হেঁটে বেড়াই,
জীবন্তলোকে মৃতবৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়,  
আলোহীন মৃত্যুপথের দূরত্বটা শুধু কমে গেছে।