আচ্ছা, তুমি কী জানো-
তোমাকে ভালোবাসাটা আমার অভ্যেস হয়ে গেছে,
এ কেমন অভ্যেস যে সব কিছুতে তোমাকে
না জড়ালে
আমার আমাকে নিদারুণ অসুখী মনে হয়;
এ কেমন অভ্যেস যে তুমি ঘরে না ফিরলে-
পুরো ঘরটা অন্ধকার মনে হয়,আমার আমাকে ভীষণ অচেনা মনে হয়,মনে হয় মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছি।
তোমাকে ভালোবাসাটা না সত্যিই আমার অভ্যেস
হয়ে গেছে,
এ কেমন অভ্যেস যে তোমার অনুপস্থিতিতেও
তোমার কন্ঠস্বর আমার কানে বাজে,
তোমার পদধ্বনি আমি শুনতে পাই,
তোমার ছবিটা আমার সাথে কথা বলে।
তোমার মৃদু হাসির শব্দে আমার হৃদয় কাঁপে,
তোমার অদৃশ্য মায়া আমায় তাড়া করে।
তোমাকে ভালোবাসাটা কী সত্যিই আমার অভ্যেস
হয়ে গেছে!
এ কেমন অভ্যেস যে তোমাকে হারিয়ে ফেলার ভয়
আমাকে জড়োসড়ো করে দেয়,
আমাকে বোবা কান্নায় ভাসায়,
আমার পৃথিবীটাকে শুন্য করে দেয়,করে দেয় অন্ধকারাচ্ছন্ন।
তোমাকে ভালোবাসাটা কী সত্যিই আমার অভ্যেস হয়ে গেছে!
এ কেমন অভ্যেস যে তোমার উপস্থিতিতে
আমার আকাশটা আলোতে ভরে যায়,
অদ্ভুত শিহরণ খেলে যায় মনে,
বুকের বা পাশে অদ্ভুত ভালো লাগা ভর করে,
চারিদিকে শান্তির সমীরণ খেলে,
আমার সকল ক্লান্তি মুছে যায়,
আমার আমাকে খুব সুখী মনে হয়;
মনের সব মেঘ বিলীন হয়ে যায়,
পৃথিবীটা ভালবাসাতে পূর্ণ মনে হয়,
বেঁচে থাকাটা বেঁচে থাকা মনে হয়।