তোমার মনে আছে শেষ কবে আমাদের দেখা হয়ে ছিল?
মনে আছে শেষ কবে দুজন একসাথে ঘুরতে বেরিয়েছিলাম?
মনে কি আছে তোমার, শেষ কবে
দুজন একসাথে রিকশায় সারা শহর ঘুরে বেড়িয়েছিলাম?
সময়টা যেন থমকে গেছে-
তাই না?
মনে হচ্ছে সত্যিই সময়টা থমকে গেছে;
আচ্ছা,ঘড়ির কাটা কি ঘুরতে ভুলে গেছে?
হয়ত ভুলেই গেছে।

চার পাশের বাতাস যেন
আরও দূষিত হয়ে গেছে,
বাতাসে বাতাসে মহামারীর ঘ্রাণ
স্বজনহারাদের আর্তনাদের চিৎকারে বাতাস
হয়েছে ভারী।
জীবন থেকে হারিয়ে গেছে
স্বতঃস্ফূর্ততা।
কোয়ারেন্টাইন,লকডাউন এসব শুনতে শুনতে মানুষ
আজ ক্লান্ত,মানুষ প্রাণভরে হাসতে চায়,
নির্মল বাতাসে নি:শ্বাস নিতে চায়।

একি হলো?
জীবনে কি আর প্রাণচাঞ্চল্য ফিরে আসবে না?
মন মাতানো গানের সুরে মেতে উঠার-
কোন আয়জন যে নেই,
সবাই সবাইকে লুকিয়ে রেখেছে অদৃশ্য শত্রুর
হাত থেকে বাচঁবার জন্য।
মসজিদ,মন্দির, গির্জাগুলোতেও আগের মত সেই
লোকসমাগম নেই,
অবাক পৃথিবী , অবাক সমাজ
অবাক মানুষ, অবাক প্রানিকুল।
পুরো প্রকৃতি আজ ভীষণ চুপচাপ,
আমরা মানুষগুলো দিশেহারা,
আমাদের প্রাত্যাহিক জীবন গতিহারা।
তবে সবকিছুর পরেও আমার কী মনে হয় জানো?
বিধাতার পরিকল্পনা হয়ত আরও বড়,
হয়ত আরো গভীর যা আমরা দেখতে পাইনা।
দেখো-
আবার আসবে প্রাণচাঞ্চল্য, আবার হবে গান,
পবিত্র স্হানগুলো আবারো ভরে যাবে মানুষে মানুষে;
জীবন হয়ে ওঠবে আবারো কর্মচঞ্চল,
ভালোবাসায় ভালোবাসায় জীবন পাবে পূর্ণতা;
পৃথিবী আবার হাসবে,প্রাণ খুলে হাসবে।