মনের গহীনে এখন আর শব্দেরা খেলা করে না, শব্দগুলো আজ অর্থহীন হয়ে গেছে,
শব্দগুলো হারিয়ে গেছে গহীন বালুচরে,
দূর পাহাড়ের চূড়ায়,
হারিয়ে গেছে অনুভূতিহীন রাজ্যে,
মেঘের দেশে, মেঘ বালকের ঘরে।

ঠিকানা না জেনে পথ চলতে চলতে
শব্দরা হারিয়ে গেছে দূর দূরান্তে অচেনা সাম্রাজ্যে,
যেখানে সবাই পরাধীন,স্বাধীনতার স্বাদ যেখানে নেই।
যেখানে কথা বলতে গেলে এক অশুভ শক্তি-
মুখ চেপে ধরে মুখের ভাষা কেড়ে নেয়,
মুখে শৃঙ্খল পরিয়ে দেয়!

মনের গহীনে এখন আর শব্দেরা খেলা করে না,
শব্দেরা পথ হারিয়েছে এই পৃথিবীর
স্বার্থপর মানুষের স্বার্থের পদতলে,
লোলুপ চোখের ইশারাতে,
হৃদয়হীনদের হৃদয়হীন কার্যকলাপে।

মনের গহীনে এখন আর শব্দেরা খেলা করে না,
কে কার আগে যাবে তার প্রতিযোগিতায়-
শব্দেরা আজ পদদলিত!
তাই-
শব্দের জোয়ার আজ থেমে গেছে,
শব্দেরা এখন দিক হারিয়ে,পথ ভুলে
এদিক সেদিক হন্যে হয়ে ছুটছে।
শব্দেরা আজ মুখে কুলুপ এটেছে,
মায়ার বাঁধন ছিন্ন করে,
চলে গেছে নির্জন কোন দ্বীপে।
শব্দেরা আজ নির্বাক,নিশ্চুপ;
হারিয়েছে প্রতিবাদের ভাষা!
সমাজের রক্তচক্ষুর দানবীয় থাবায়,
শব্দেরা আজ ভুলে গেছে -
কিভাবে মানব ধর্মের কথা বলতে হয়,কিভাবে মানব প্রেমের বন্দনা গাইতে হয়,
শব্দেরা আজ নীরবতাকে অভিবাদন জানায়,
শান্তির একমাত্র প্রতীক হিসেবে।।