মানুষটাকে খুন করে ফেললি?
ধারালো ছুরিটা নিমিষেই-
বুকের বা পাশে বসিয়ে দিলি!
একটুও কি বুকটা কেঁপে উঠে নি?
বলি, তুই মানুষ না অমানুষ?

মেয়েটাকে ধর্ষণ করে ফেললি?
একটিবারের জন্যেও কি
বিবেক নাড়া দিয়ে উঠে নি?
মায়ের চেহারাটা কি একটিবারের জন্যেও
ভেসে ওঠে নি?
বোনের চেহারাটাও কি ভুলে গিয়েছিলি?
পশুর মত ঝাঁপিয়ে পড়লি,
দেহটাকে ক্ষত-বিক্ষত করলি,
বলি, তুই মানুষ না অমানুষ?

ছোট্ট শিশু, যার খেলার বয়স-
তাকে বুলিয়ে বালিয়ে
কিংবা জোর করে
অ্যাবিউজ করে..........
বন্য পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে,
সারা শরীরে আঁচড়  কেটে,
কী সুখ তুই পেলি?
বলি, তুই মানুষ না অমানুষ?

আগে যাবার প্রতিযোগিতায়
বাসের চাকায় পিষ্ট করে -
নিলি তাজা প্রাণ,
স্বজন হারা মায়ের ব্যথায়
পেয়েছিস বুজি ত্রাণ?
বলি, তুই মানুষ না অমানুষ?

আরো চাই,আরো চাই
নীতিতে চলে,
ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে,
নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে,
বুক ফুলিয়ে চলে,
কি সুখ পাস বল?
বলি, তুই মানুষ না অমানুষ?

চাকরি কেড়ে নেবার ভয় দেখিয়ে,
জোর করে অন্যায় কাজ করিয়ে,
নিজে সাধু মহাশয় সেজে,
কৃত্রিম হাসি হেসে,
কি লাভ বল?
বলি, তুই মানুষ না অমানুষ?