তোমাকে অনেক খুঁজলাম,খুব করে খুঁজলাম!
পুরনো বইয়ের ভাঁজে, ডায়েরীর পাতায়--
সর্বত্রই তোমাকে খুঁজলাম,দিনের পর দিন শুধু তোমাকেই খুঁজলাম!
কিন্তু, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?
তোমাকে অনেক খুঁজলাম,হন্যে হয়ে খুঁজলাম!
পুরনো সেই ইদ কার্ডের ভিড়ে,তোমার দেওয়া প্রত্যেকটি লাল টিপে;
নীল সমুদ্রের প্রতিটি ঢেওয়ে,রংধনুর সাতটি রঙে
তোমাকে অনেক খুঁজলাম,এদিক সেদিক ছুটোছুটি করে খুব করে খুঁজলাম!
কিন্তু, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?
ক্রিকেট খেলার মাঠে,দুরন্ত বালক-বালিকাদের দুরন্তপনাতে,সন্ধ্যায় নীড়ে ফেরা পাখিদের ভিড়ে
কিংবা --
বন্ধুদের আড্ডাতে, গল্পে আর গানে, কখনো বা বেহালার সুরে;
শুধু তোমাকে, তোমাকেই খুঁজলাম!
কিন্তু, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?
পত্রিকার পাতার খবরের শিরোনামে,নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজে,
কবিতার ছন্দে,গল্পের প্রতিটি চরিত্রে
তোমাকে অনেক খুঁজলাম,খুব করে খুঁজলাম!
কিন্তু, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?
পদ্ম পাতার জলে,হিজলের বনে,
বসন্তের বাতাসে,শরতের আকাশে
কোথাও তো বাদ রাখলাম না!
তোমাকে খুঁজলাম, শুধু তোমাকেই খুঁজলাম!
কিন্তু, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?
শ্রাবনের মেঘের ভিড়ে,তারাদের মিছিলে,
চাঁদের স্নিগ্ধ আলোতে,অনেক দূরে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার রক্তলালে,
সর্বত্রই তোমাকে খুঁজে বেড়ালাম,খুব করে খুঁজে বেড়ালাম!
কই তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর না অসুন্দরের ভিড়ে?
জুম বৃষ্টিতে,আলো অাঁধারের লুকোচুরিতে,জীবনানন্দের কবিতার প্রতিটি শব্দে; হুমায়ুনের উপন্যাসের প্রতিটি বাক্যে;
হাস্নাহেনার মন জুড়ানো সুরভিতে,পাতায় পাতায় জমা শিশির বিন্দুতে;
তোমাকে খুঁজলাম,খুব করে খুঁজলাম!
কই তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?
মাঝরাতের স্বপ্নে,ভোরের কোমল আলোতে,
দুপুরের কাঠফাটা রোদে, গোধুলীর আলো-ছায়াতে
তোমাকে খুঁজলাম,খুব করে খুঁজলাম!
কই তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না!
কোথায় হারিয়ে গেছ?
সুন্দর, না অসুন্দরের ভিড়ে?