আমি কখনও কারো বিশেষ কিছু ছিলাম না,
কারো বিশেষ কিছু হতে চেয়ে চেয়ে আজ-
আমি বড় ক্লান্ত!
অবশ্য এখন আর কারও জীবনে -
বিশেষ কিছু হয়ে বেঁচে থাকার
ইচ্ছের কথা বাদই দিলাম,
কিছুই যে হতে ইচ্ছে হয়না।
এখন আর কারো মুখে ভালোবাসি
শুনতে ইচ্ছে হয় না,
আমার জন্য কারো চোখে আবেগের স্ফূলিঙ্গ
দেখতে ইচ্ছে হয় না।
এখন আর কারও পথ চেয়ে বসে থাকি না,
বসে থাকাটা আহ্লাদিপনা মনে হয়।
সন্ধ্যায় তুমি ঘরে ফিরলে-
আগে হৃদয়ে হিমেল হাওয়া বয়ে যেত,
আর এখন-
ভয়ে জড়োসড়ো হয়ে গুটিয়ে রই,
তোমার কথার বিষাক্ত বাষ্পে
পাছে না আমার হৃদয় পুড়ে ছাই হয়ে যায়।
এখন সত্যিই পথ চেয়ে থাকি না
আবার আগলেও রাখি না,
কারো ঘরে ফেরার প্রতীক্ষায় ও থাকি না।
জীবন এখন তিক্ত স্মৃতির ভারে জর্জরিত;
এখন আর দোয়েলের গুণ্জন কিংবা -
চড়ুই পাখির কিচির -মিচির,
কিছুই ভালো লাগে না।
বৃষ্টিতে এখন আর ভিজতে ভালো লাগে না
কারো হাতে হাত রেখে চলতে ভালো লাগে না।
সবুজের কাছে গিয়ে প্রকৃতির সাথে
কথা বলতে ভালো লাগে না।
মেঠো পথে প্রিয় মানুষটার সাথে
হাটতে ভালো লাগে না ;
এখন আর কিছুই ভালো লাগে না।
ভালো লাগাগুলো এখন স্মৃতির স্তূপে -
আটকে পড়ে অাছে।
জীবন এখন শুধুই তিনটি বর্ণ
যে তিনটি বর্ণের কোন অর্থ নেই।
জীবন মানে এখন শুধুই বেঁচে থাকা-
বেঁচে থাকার জন্য বেঁচে থাকা।।