সুখ-দুঃখের মধ্য দিয়ে ভুবন বৃক্ষ থেকে
একটি পাতা গেল ঝরে হাজার স্মৃতি রেখে।
চব্বিশটা উথাল ছিলো সারা বাংলা জুড়ে
অনেক কিছুর খুব সহজে গিয়েছে মোড় ঘুরে।
শতেক হৃদে কষ্ট আছে! খুশি কোটি মনে,
রাজপথটা লাল হয়েছে বাংলা গড়ার পণে।

বলছি আমার কথা
হৃদ মাঝারে অনেক খুশি; আছে জমা ব্যথা!

পেয়েছি কম নয়;
হারানোটা বেশিই ছিল; স্মৃতি হয়ে রয়।

চব্বিশ যে বিদায় নিলো স্মৃতির পাহাড় নিয়ে
আসছে পঁচিশ; জানিনা সে; ভরাবে কী দিয়ে?



৩১ ডিসেম্বর ১৯২৪ খ্রিস্টাব্দ
খাভিমৌসি।