স্মৃতি গুলো ব্যথা হয়ে হৃদয় পটে ভাসে,
ব্যর্থ ভুলার চেষ্টা করি ফিরে ফিরে আসে।
ফেলে আসা দিনের কথা ক্যান্ যে মনে পড়ে,
সুখের ভেলায় ভেসে ছিলাম রূপের রাণীর প'রে।
শত ফুলের ঘ্রাণে মাতাল রূপ কাননে হতাম,
রূপ দিঘীতে বৈঠা হাতে মাঝি হয়ে যেতাম।
পাহাড় ঘেরা রূপ পূরিতে জুম চাষের'ই মেলা,
কি আনন্দে কাটতো সেথা সকাল সন্ধ্যা বেলা।
ভাল লাগা ভালোবাসার অনেক স্মৃতি আছে,
চাঁদনী রাতে মুগ্ধ হয়ে জ্যোৎস্না সেথা নাচে।
স্নিগ্ধ মাটির মায়ার বাঁধন সে'কি ভুলার মতো?
মন আনন্দে গাইতো যে গান, গানের পাখি যতো।
আরো আছে আরো আছে গল্প যে তার বাকি,
কেমন কষ্ট হৃদে পুষে তারে ফেলে থাকি!
শ্যামল ছাঁয়া হৃদে মায়া আগলে সদা রাখতো,
ঝড় তুফানে রাগতো সে যে আবার কাছে ডাকতো।
রূপে গুনে গুনান্নিতা ভালোবাসা হৃদে,
তার কোলেতে মাথা রেখে রোজ হারাতাম নীদে।
ক্যান্ যে আছি, কি করণে ভালোবাসা ভুলে?
জীবন দিঘী ভরলো কেনো কষ্ট নীলোৎপলে???