কালোর সাথে যেমন আছে নিখাদ সখ্যতা
লালের সাথেও আছে তেমন নিপুণ দক্ষতা
কোকিল সুরে গাইতে পারি ভালোবাসার গান
আবার কথায় বাস্পফুটে চলে মেশিনগান।

গন্ধরাজের সুবাসে মন তিক্ত যে হয় ক্ষণে
মিতালিতে ভাল্লাগে ফের জুঁই-চামেলির সনে
রক্তজবার টুকটুকে লাল অকস্মাতে দেখা
শিষ্ট কভু, বজ্রী আবার ; চলার পথে শেখা।

পূর্ণিমাচাঁদ লাগে ভালো, কভু অমানিশা
হৃদয়টা যে নিত্য দেখায় চলার পথের দিশা
বৃষ্টি ভেজা শুভ্র সকাল মনের মাঝে গাঁথা
তেজস্বী ওই সূর্য আবার খাড়া করে মাথা।

হয়নি বোঝা আমার আমি আজো কী যে চায়!
হৃদ সাগরে নিত্য সে যে ভাব তরণী বায়।



২১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।