কোন এক পড়ন্ত বিকেলে
আঙিনার সেই ছোট্ট সাজানো বাগানে
মুখো-মুখি দু'জন,
পুরোনো স্মৃতিচারণে গম্ভির পরিবেশ
চায়ের কাপে উঠছে ধোঁয়া
ঠোঁটের পরশে ধন্য চায়ের কাপ
আর তুমি চেয়ে চেয়ে দেখলে।
মনে পড়ে? মনে পড়ে??
সেই কবে উত্তোরণের শ্মশানে চিতায় পুড়ে
ছাই হয়েছে বিবেকের সাতকাহন,
আঁধারে ঢেকেছে মুক্তিকামী মানবতা।
আজো খুঁজে ফিরি বিবেকের পোড়া ছাই
গঙ্গায় ভাসাবো বলে,
পোড়া বিবেকের আত্মার শান্তি কামনায়।
পারিনি, আজো পারিনি,
তাইতো অশান্ত বিবেকাত্মা
প্রেতাত্মা হয়ে ঘুরছে বিশ্বময়।
শান্তির কপোতেশ্বর আজ বড্ড অসহায় ।
৩০ অক্টোবর, ২০১৬ ইংরেজী।