(২৬)
নির্জন পথে
দু'জনে সাথে
কেটে গ্যাছে বেলা কতো,
ক'জন আছে
নিঃস্বঙকোচে
চলেছে মোদের মতো।

(২৭)
একাত্তুরে
বঙ্গ জুড়ে
রক্ত গঙ্গা বইলো,
সতী নারী
আহাজারি
বীরাঙ্গনা হইলো।।

(২৮)
তোমার ছলে
ভাসছি জলে
কুল খুঁজে পাই কই?
নাইবা এলে
অতীত ভূলে
একলা তবু নই।।

(২৯)
হায়রে দেশ
বীরের বেশ
একাত্তোরে ছিল,
আজ কে ত্রাস
করছে গ্রাস
মুক্তি কোথা দিল।।

(৩০)
গত কাল রাত
তুমি দিলে শাত্
বসেছিলে এসে পাশে,
ছোঁয়া দিয়ে গেলে
আঁখি তো না মেলে
ভোর হলে স্মৃতি ভাসে।।