কোন এক জ্যোৎস্না ভরা রাতে
ঝিঁ ঝিঁর শব্দ ভেদ করে
প্রহরীর চোখ ফাঁকি দিয়ে
তোমার শহরে প্রবেশ করবো।
চিনতে পারবেতো?
এখন হয়তো ফুলে ফুলে ভরা আঙ্গিনা
বয়েসের ভারে নু'য়ে পড়েছে মাধবী লতা
পলি জমে হয়েছে বিশাল পাহাড়
শহরের মাঝের সে ছোট্ট নদী
সেখানে হয়তো এখন জোয়ার আসেনা
ফসলি জমিতে বাৎসরি ফসল ফলেনা আর।
আমি যদি যাই
চিনতে পারবেতো?
আমি যখন যাব,
চারিদিকে সুনসান নিরবতা
মেঘে লুকোবে চাঁদ
নদীতে আসবে জোয়ার
আবার ফলবে ফসল
তোমার শহর ফিরে পাবে হারানো পঁচিশ বছর।
তোমার শহরে আমি হব "নগর পিতা"।
ভুলতে পারবেতো?
ভুলতে পারবে?
হারানো পঁচিশ বছর???
১৬ জানুয়ারি, ২০১৬ ইংরেজী।