এমন যদি হয়!
পারিবারিক প্রথা থেকে মুক্ত হবে তক্ত
থাকবে নাকো কোনো বিভেদ ঝরবে না আর রক্ত।
আঁধার চিরে আনবে আলো
নিশুত রাতের ঘুচবে কালো
সত্যি কারের স্বাধীন নিশান স্বাধীন চেতায় উড়বে,
দেখবে সেদিন দেখবে সবে
আপন স্বদেশ খাঁটি হবে
সেই খুশিতে মত্ত হয়ে সকল প্রাণ জুড়বে।
এমন কি কেউ আছে?
নিজের আখের না গুছিয়ে ভাববে দেশের জন্য
জনগণের করবে সেবা; হবে নাকো বন্য।
আসলে এমন দিনটি দেশে সবাই যখন বুঝবে
সাগর পাহাড় মরুদ্যানে ঠিক তোমাকেই খুঁজবে।
১১ ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
বেভিটোহা।