স্বাধীন ভাবে বলছো কথা
কিভাবে তা; কিভাবে তা
কেমন করে উড়ছে জানো লাল সবুজের ওই পতাকা?
বিজয় এলো কাদের ত্যাগে
পাক বাহিনী গেলো ভেগে
কার ভাষনে বাঙালি সব উঠেছিলো সেদিন জেগে?
বিজয় এলো ক্যামন করে
জানো কতো রক্ত ঝরে?
ত্রিশ লক্ষ শহীদ এবং বীরাঙ্গনার ত্যাগের তরে।
ন'মাস জুড়ে যুদ্ধ করে
স্বাধীন স্বদেশ বাঙলা গড়ে
সকল শহীদ বীরাঙ্গনার স্মৃতি গাঁথা হৃদ মাঝারে।
আজ যে মোদের স্বদেশ স্বাধীন
আমরাতো নই কারো অধীন
বীর বাঙালী স্বাধীন জাতি এখনতো নই আর পরাধীন।
কুলাঙ্গার দল দেশের পরে
অক্ষি তাদের ঝান্ডা তরে
শকুন বেশে আছে তারা; সুযোগ পেলেই খামচে ধরে।
ত্যাগ তোমাদের যায়নি বৃথা বাঙলা গেছো দিয়ে
প্রতি বছর তাইতো স্মরি ফুলের ডালি নিয়ে
ওই পতাকায় আছে দ্যাখো তোমাদেরই রক্ত
তোমরা নিধন করেছিলে পাক শাসকের তক্ত।
শহীদ এবং বীরাঙ্গনা; নয়তো শুধু এই দিবসে
ষোল কোটি বীর বাঙালীর নিত্য হৃদে আছো বসে।
ভাবছো বুঝি এই দিবসেই তোমাদেরকে স্মরণ করি!
প্রতিদিনের, প্রতিক্ষণেই হৃদ মাঝারে আঁকড়ে ধরি।।
১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টব্দ
ঢামিহাভি।
[মহান বিজয় দিবসে সকল বীর শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা]