সত্যবাদী কই হারালো; লেম্পো নিয়ে খুঁজি,
মিথ্যেতে সব ভরে গ্যাছে আঁধারে চোখ বুজি!
চারিদিকে ঘুরে দেখি মিথ্যে যে রাজ করছে
মিথ্যেবাদকে পোক্ত করতে মরণ পণে লড়ছে।

এমন যদি চলতে থাকে সেদিনতো নয় দূরে
সত্য শুধু থাকবে বেঁচে নিশুত স্বপ্ন পুরে
জগত জুড়ে মিথ্যেরা সব পেখম মেলে উড়বে
সত্য শুধু নিরুপায়ে পথের দিশায় ঘুরবে!

হাট-বাজার আর টক শোতেও মিথ্যের ছড়াছড়ি
সত্য কথা বললে যে কেউ ঘাড়টা চাপটে ধরি
মিথ্যে জ্ঞানে গুণী হয়ে সত্যকে দেয় লাথি
সত্য যে আজ শ্মশান পুরে; মিথ্যে সবার সাথি।

সত্য মেরে মাতম করে নন্দে ভরে বুক
পথটা ভুলে আজকে দেখি মিথ্যেতে পায় সুখ!
আর কতোদিন চলবে এমন সত্য নিধন কর্ম?
সত্যবাদী সংখ্যালঘু ধার দিয়ে নাও বর্ম।

সত্য যদি বাঁচাতে চাও অসিতে শান দাও
মিথ্যেবাদী সব কজনের জিহ্বা কেটে নাও
সত্যটাকে বাঁচাতে আজ হতেই হবে পান্ডা
তবে আবার উড়বে দেখো সত্যবাদের ঝান্ডা।


৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
ঢামিহাম।