(৯১)
কইতে কথা পারিনা আর আগের মতো বহুক্ষণ
তাই বলে কি মান করেছো? ভাবছো কী নই আপনজন!
রাত্রি শেষে সূর্য ওঠে, চাঁদ যে আবার দেয় আলো
জ্যোৎস্না আলোয় আঁধার কেটে ঝিঁ ঝিঁর গানে ভরবে মন।।

(৯২)
হয়তো এখন তোমার সুদিন আমারও দিন আসবেতো
দেখবে সেদিন উজান স্রোতে ডিঙ্গি আমার ভাসবেতো
মুখ ফিরিয়ে মুচকি হাসো; পাশ কেটে যাও অন্যতে
উল্কা হয়ে ফিরবো যবে; সেই হাসিটা থাকবেতো?

(৯৩)
স্বপ্ন পানে যাই এগিয়ে; সফলতা আসবেতো
আশার বাসা বাধলে পরেই সবাই ভালোবাসবেতো
যে যাই বলুক যাক বলে যাক কান দেবোনা তাতে আর
এখন নাহয় অমানিশা; পূর্ণিমা চাঁদ হাসবেতো।

(৯৪)
আলোক ছড়ায় পূর্ণিমা আজ প্রেম সুরাতে মাতাল মন
রাত নিশিতে সঙ্গ দিয়ে তুই যে হলি আপন জন
দে ঢেলে দে শরাব সাকি জ্যোৎস্না ভরা রাত্রিতে
অর্থ বিলাস, কায়ার মায়া, ভুলতে লাগে কতোক্ষণ!