কপালেতে টিপ লাল
টোল পড়া দু'ই গাল
চোখ দু'টো হরিণীর
রূপ যেন ধরণীর।

আহা কত সুন্দর
দেখে ভরে অন্তর
সারাবেলা হেলে দুলে
ছাদে ঘুরে খোলে চুলে।

মেহেদীর রঙ হাতে
সাজ ঘরে দিন রাতে
খোঁপা করে গুজে ফুল
দেখে তাতে মসগুল।

তাই দেখে ছেলে-বুড়ো
দেয় চিঠি উড়ো উড়ো
ভালবাসা যদি হয়
বয়েসটা ফ্যাক্ট নয়।

স্বামী থাকে বিদেশে
পরকিয়া নিমিষে
রাত জেগে কথা কয়
মনে নেই কোন ভয়।

স্বামী দেশে এলে ফিরে
সারাক্ষণই তাকে ঘিরে
দিন কাটে ললনার
ভাব মুছে ছলনার।

নেকাবেতে ঢেকে মুখ
ইবাদতে খোঁজে সুখ
স্বামী ভাবে জেনানা
রেখে যেতে মানা না।

৭মে, ২০১৫ইংরেজী।