আর কত কাল জ্বলবিরে মন এমন করে নিত্য,
অধম আমি পুড়ছিনা আর নয়তো’রে তোর ভৃত্য।
দেখনা চেয়ে দিব্বি আছি পারিস কিছু কর’না,
পাতাল চিড়ে সৃষ্টি হবে অগ্নি লাভা ঝরনা।
জ্বালবি আগুন? জ্বালনা
ঢালবি এসিড? ঢালনা
তুচ্ছ আমি, পাল’না!
সুরার নেশায় টাল’না।
পারিস যদি ছাই করে দে
একেবারে নিস্বন,
ভাঙলে এ ঘুম পারবিনা আর
ঠিক করা সব দিনক্ষণ।
ভাবিস কেনো?
গ্রেনেড যেনো!
অবাক চেয়ে থাকি,
হারাইনা হুশ
নই কাপুরুষ
রক্ত সজল অাঁখি।
ভাবনা গুলো এক এক করে
ভাসছে যে আজ মন অন্দরে
আছিস বসে খুঁটি ধরে
সে খুঁটি তোর ভাঙবে ঝড়ে।
পাপের বোঝা
ঝাড়বে ওঝা!
মাথা ঠুকে কি আর হবে!
অচিন পুরে
অগ্নি সুরে
বিষের ত্রিশুল গাঁথা রবে।
অগ্নি হয়ে আসবো যেদিন সাগর তুফান ভেদে,
রুখবে বাতাস? সাধ্য কি তার! থাকবে নাহয় জেদে।
র্কায্য আমার সাধ্য হবে, তোর নত শির পায়ে,
অবাক চোখে দেখবে সবাই, তালি দিবে গাঁয়ে।।
১৭ অক্টোবর, ২০১৬ ইংরেজী।