বক্ষে কিসের বিধলো কাঁটা? হিন্দোলা নয় যৌবন,
দ্রাক্ষা'রা সব অম্ল হলো মর্চে পড়া মৌ'বন।
এই বাঁশিতে উঠতো যে সুর মুগ্ধ হতো ক্ষণে,
এখন সে সুর বিষের মতো নতুন আলাপনে।
নিত্য সাজে ফুলের ডালি নতুন পূজক পূজে,
বন্ধ আঁখি আরাধনে আলোর প্রদীপ খুঁজে।
তৃপ্ত কি হৃদ? তৃষ্ণা অনেক, খুঁজছো যে জল নিত্য !
হায় অভাগী, নিজের ঘরে নিজে'ই হলে ভৃত্য।
লেপ্টে গেছে সতীর সিঁদুর আজকে সই তর্পিণী,
এখন তোমার মূল্য অনেক হয়েছো হৃদ অর্পিনী।