পথ চলেছি কালের পথে, ওপাড় যাওয়ার পালা,
পৌঁছে গেলে দেখতে পাবো হরেক ফুলের থালা।
অগ্নি লাভা পার হতে যে হয়তো হবো শ্রান্ত,
কি আর করা সন্ধিক্ষণে! বয়েস যে ছাই প্রান্ত।
হুর পরি সব অপেক্ষাতে মালা গাঁথায় ব্যস্ত,
কাঁধে অনেক দায়িত্বভার করা ছিল ন্যস্ত।
লাভ হবে কি মাথা ঠুকে! দিন যে হেলা ফেলায়,
থাকতে সকাল হয়নি বুঝা, এখন সাঁজের বেলায়।
সুহৃদ-স্বজন সবাই মিলে আমায় ঘিরে ধরলো,
আমার নামের লেখা পাতা এখন বুঝি ঝরলো!
আজ কি তবে তাদের হাতে আমি হলাম জব্দ?
পায়নি প্রকাশ লুকায়িত হৃদের হাজার শব্দ।
সাদার পরে কালো ফুলে মালা গাঁথা কতো,
ঝরে গিয়ে নষ্ট হলো উঁই পোকাতে শতো।
নিয়ম-নীতি যা আছে সব আজকে নাহয় তোড়ক
হাজার কালো ফুলের মালায় গড়ুক এবার মোড়ক।।