যার হাতে হাত রাখলে কিশোর
স্বপ্ন বুনার তালে,
অনিচ্ছাতে ফেঁসে গ্যাছো
নোংরা দাবার চালে।
কেমন করে? কিসের জোরে
উৎলে ওঠো নিত্য ভোরে?
মায়ার বাঁধন ছিন্ন করে
ঈশান কোনে অগ্নি ঝরে।
কেমন করে করতে পারো
আপন যে'জন পর?
ঐ দেখোনা মেঘ জমেছে
ভাঙবে তাসের ঘর।
সাগর যে আজ বড্ড মাতাল
উঠছে ফুঁসে শান্ত পাতাল
থরথরিয়ে কাঁপছে পাহাড়
সাঙ্গ হবে রঙের বাহার।
হয়তো তখন
বুঝবে যখন
সময় না হয় সন্ধ্যা হবে,
সর্বহারা
পাগল পারা
প্রদীপ জ্বেলে খুঁজবে যবে।
পড়বে মনে হাজার স্মৃতি জীবন হবে অগ্নিময়,
আপন হতে পারবে কি আর? করলে যে সব সন্ধিক্ষয়।
৮ অক্টোবর, ২০১৬ ইংরেজী।