আম খেতে মামা বাড়ী
আর যাবেনা খোকা,
ছাদের গাছে আম ধরে
ঝুলছে থোকা থোকা ।
আরো আছে পেয়ারা আর
হরেক রঙের ফুল,
মিষ্টি কুমড়ো, ডাঁটা শাক ও
সঙ্গে আপেল কুল ।
সবুজ ছোঁয়া পেয়ে ছাদে
মনটা খোকার ভরে,
ফল ও ফুলের করবো বাগান
সবাই ছাদের পরে ।।
১০ জুন,২০১৫ ইংরেজী ।