সুপ্তা সোনা উঠলো জেগে
শুনে মেঘের ডাক,
রিম-ঝিম ঝিম বৃষ্টি ঝরা
সারাটা দিনই থাক ।

কলস ভরে বৃষ্টি জল
রাখতে হবে ভাই,
এই নিরাপদ পানি যে
আর কোথাও নাই ।

পান করা যায় বৃষ্টি জল
নেইতো রোগের ভয়,
যেথা-সেথা মল-মূত্রে
পানি দূষণ হয়।

আজকে সবাই শপথ করি
পানি দূষণ করবনা,
পানি বাহী নানান রোগে
আর শিশুকে মারবনা ।।

১১ জুন, ২০১৫ ইংরেজী