এক গাছে ফল
কেন্ ঢালো জল
নয় করে ছল্
হৃদ দিয়ে বল্।
বিগ্ জনে কয়
ধিক দিয়ে নয়
বুন্ মালা তয়
হৃদ পাবে জয়।
পীর আছে কই
সব মিছে সই
দ্বীপ জালো কই
কেন্ নতো হই।
ভান ধরে রয়
ফুল তুলে লয়
কেন্ তারে ভয়
সম্ নবী নয়।
হাত করে জোড়
রাত করো ভোর
খুল্ তে তো দ্বোর
জান্নাতে তোর।
১৩/১১/২০১৪ ইংরেজী।