দেখা হলো বহু কিছু
অদেখা ও কম নয়,
যেতে হবে যাব ভাই
এতে নেই প্রাণে ভয়।

রেখে যাব স্মৃতি শত
ভাবনাতে তোমাদের,
কত বেলা করে খেলা
কেটে গ্যাছে প্যারেডের।

পড়ে মনে একে একে
ছোটা ছুটি করা দিন,
এই আমি বেশ আছি
আজ নই পরাধীন।

ভাবনাতে আজ শত
শিশু কাল দেখা দেয়,
লে'ক ঘেরা পাহাড় যে
আজো মন কেড়ে নেয়।

তোমাদের সাথে যতো
কেটে ছিল দিন-ক্ষণ,
ভালোবাসা ছিল কত
ছিল সব এক মন।

আজ কেন দূরে সব
যমদূত এলো তাই?
রাত ভোর হোলে দেখো
এই আমি আর নাই।।


৫ই ডিসেম্বর ২০১৪ ইংরেজী।